সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় তামিম-মুশফিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় আছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ঢাকার বিপক্ষে ফাইনালে দুর্দান্ত শতকে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকার দুইয়ে উঠে এসেছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ১৪১ রানে তামিমের মোট রান ৪৬৭। তবে শীর্ষে আছেন রংপুর রাইডার্সের রাইলি রুশো। ১৪ ম্যাচে ৫৫৮ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সর্বোচ্চ অপরাজিত ১০০ রান। আর ৪২৬ রান নিয়ে তালিকার তিনে আছে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন সিলেট সিক্সার্সের নিকোলাস পুরান ও রাজশাহী কিংসের লরি ইভান্স।
সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকা (সেরা ৫):
নাম | ম্যাচ | রান | সর্বোচ্চ | গড় |
রাইলি রুশো (রংপুর রাইডার্স) | ১৪ | ৫৫৮ | ১০০* | ৬৯.৭৫ |
তামিম ইকবাল ( কুমিল্লা ভিক্টোরিয়ান্স) | ১৪ | ৪৬৭ | ১৪১* | ৩৮.৯১ |
মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস) | ১৩ | ৪২৬ | ৭৫ | ৩৫.৫০ |
নিকোলাস পুরান (সিলেট সিক্সার্স) | ১১ | ৩৭৯ | ৭৬* | ৪৭.৩৭ |
লরি ইভান্স (রাজশাহী কিংস) | ১১ | ৩৩৯ | ১০৪* | ৩৭.৬৬ |
Please follow and like us: