বাজারে আসছে নেইমার হেডফোন!
বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের নাম নিতে হলে তার নাম চলে আসে প্রথম সারিতেই। অল্প বয়সেই এত প্রত্যাশা যার কাঁধে, তিনি নেইমার। তার এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় অ্যাপল। আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি নেইমারের নামে বাজারে আনতে যাচ্ছে গ্রাফিতি ধাঁচের হেডফোন।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ‘বিটস স্টুডিও ৩’ ওয়্যারলেস হেডফোন সিরিজের নতুন সংস্করণ খবর জানায় অ্যাপল। নতুন হেডফোনটির নাম দেয়া হয়েছে নেইমার জুনিয়ার কাস্টম এডিশন। এতে থাকা গ্রাফিতি ডিজাইনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে ব্রাজিলের সাও পাওলোর রাস্তার ধারে থাকা দেয়াল চিত্র ও নেইমারের হাতে থাকা ট্যাটু থেকে।
হেডফোনটিতে আছে অ্যাপলের ডাবলু ১ ওয়্যারলেস চিপ। এতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ২২ ঘণ্টা। এর সঙ্গে থাকবে নয়েজ ক্যানসেলেশন ফিচার। প্রোডাক্ট পেইজে ডিভাইসটির বিবরণ দিলেও উন্মোচনের দিনক্ষণ জানায়নি অ্যাপল। হেডফোনটির দাম রাখা হয়েছে ২৮ হাজার ৯৬৭ টাকা।
এর আগেও বিভিন্ন থিমের ওপর ভিত্তি করে হেডফোনের ডিজাইন করেছে অ্যাপল।