দেবহাটা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রলীগের কমিটির নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফেরাতে কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ,সাধারন সম্পদাক হাফিজুল ইসলাম হাফিজ ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দলীয় প্যাডে সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তি ঘোষনার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
পাশাপাশি নুতন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে দেবহাটা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসতে আগ্রহী ছাত্রলীগ নেতাকর্মীদের জীবন বৃত্তান্তসহ জেলা ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর আবেদন জমা দেয়ার আহবান জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক।