প্রধানমন্ত্রীর নামে খোলা ৭৩২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ভুয়া ফেসবুক আইডি বন্ধ করে দেয়া হয়েছে। ন্যাশনাল টেলিকম মনিটরিং সেলের (এনটিএমসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর নামের মোট ৭৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ হলো।
এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সব ভুয়া ফেসবুক আইডিসহ অপপ্রচারে ব্যবহৃত মোট ১ হাজার ৩০০টি আইডি গত এক মাসে বন্ধ করা হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ ভুয়া একাউন্টগুলো বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
যারা ভুয়া আইডি খুলেছিল তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না- জানতে চাইলে জিয়াউল আহসান বলেন, আমরা তো কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারি না। আমরা আইনশৃংখলা বাহিনীকে ইনফর্ম করি; তারা কাজ করে। আমরা তাদের সহযোগিতা করি।
প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ফেসবুকে অফিসিয়ালি কোনো পেজ নেই।
তাদের নামে যেসব পেজ চালু আছে সেগুলোকে ‘আনঅফিসিয়াল’ ঘোষণা দেয়ার অনুরোধ জানিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলটির দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ১১ জানুয়ারি জানানো হয়- এ তিন জনের নামে ফেসবুকে অফিসিয়ালি কোনো পেজ নেই। যারা তাদের নামে বিভিন্ন পেজ পরিচালনা করছেন, তারা যদি এসব পেজকে আনঅফিসিয়াল ঘোষণা না দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।