চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষে সাতক্ষীরায় র্যালী
সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষে সাতক্ষীরায় র্যালী করা হয়েছে। চ্যানেল আই দর্শক ফোরাম সাতক্ষীরার ব্যবস্থাপনায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেস ক্লাব থেকে এ র্যালী বের করা হয়। র্যালী টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, এম. কামরুজ্জামান ও মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত প্রমুখ।