এস পেনে ক্যামেরা যুক্ত করছে স্যামসাং!
বৈশ্বিক স্মার্টফোন কোম্পানীগুলো এখন ব্যস্ত ডিসপ্লে নিয়ে। কারণ নচ, পাঞ্চ হোল ডিসপ্লে কিংবা পপ আউট ডিজাইনের ক্যামেরার ট্রেন্ড চলছে এখন। কিন্তু স্যামসাং ডিসপ্লে নিয়ে গবেষণার পাশাপাশি ভিন্ন কিছুও ভাবছে।
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি এস পেনে ক্যামেরা যুক্ত করার পেটেন্ট চেয়েছে। কোরিয়ার একটি পেটেন্ট অফিসে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পেটেন্ট দাখিল করে স্যামসাং। ক্যামেরার রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহৃত হওয়ার পর ছবি তোলারও সক্ষমতা অর্জন করতে যাচ্ছে স্টাইলাসটি।
ইমেজ সেন্সর ও অপটিকাল জুম সমৃদ্ধ লেন্স থাকবে এই এস পেনে। অপটিকাল জুম ও ডিভাইসের সঙ্গে যোগাযোগের জন্য এতে থাকবে আলাদা বাটন। ফোন, নোটবুক বা মনিটরের মাধ্যমেও এস পেনটি দিয়েও অপটিকাল জুম সম্ভব হবে। এস পেনে ক্যামেরা যুক্ত করা হলে পাঞ্চ হোল ডিজাইনের ক্যামেরার আর প্রয়োজন হবে না। এতে করে একদম বেজেলহীন ডিভাইস তৈরি করা সম্ভব হবে।