আশাশুনিতে অপহরণকারীসহ গ্রেফতার- ২
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার এক আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ মোঃ ইয়াছিন আলী এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এএসআই ইসমাইল হোসেন অভিযান চালিয়ে আশাশুনি থানার অপহরণ মামলা নং-০৬ (০২)১৯ এর আসামী তালা থানার সুখদেবপুর গ্রামের মৃত আমজেদ সরদারের ছেলে, বর্তমান বুধহাটা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম (৪৮) কে বুধহাটা বাজার এলাকা হতে গ্রেফতার করেন। এএসআই কবির হোসেন পৃথক অভিযানে জিআর-৪০/১৭ (সাতঃ) এর আসামী রুইয়ার বিল গ্রামের মোন্তাজ জোমাদ্দারের ছেলে আবুল বাশার (৩০) কে গ্রেফতার করেন।