তালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত
সাতক্ষীরার তালায় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কে তালা উপজেলা ধাপুরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নং (ঢাকা মেট্রো-ড-৮০৭৫) তালা-পাইকগাছা সড়কের ধাপুরপুকুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়।
এ সময় খুলনা টুটপাড়ার নগেন ভদ্রের ছেলে ফটিক ভদ্র (৫৬) ও পাইকগাছা দরগামহল গ্রামের রওশনারা বেগম (৫৪) সহ ২৫ যাত্রী আহত হয়।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us: