শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হকের বিদায় সংবর্ধনা
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক এর অবসারত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ৬ ফেব্রয়ারি শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন বলেন, চাকুরীর ক্ষেত্রে বধাবাধকতা থাকায় নীতিমালার আলোকে সবাইকে বিদায় নিতে হবে। নাজমুল হক ছিলেন দক্ষ, কর্মঠ ও যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষা অফিসার। চাকুরী জীবনে তার যথেষ্ট সুনাম ও সুখ্যাতি রয়েছে। সংবর্ধিত অতিথি এবিএম নাজমুল হক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলেন, শিক্ষকদের আন্তরিকতার প্রেক্ষিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হওয়ায় গৌরব অর্জন করেছি।
সরকারী নীতিমালা অনুসারে আমাকে অবসরে যেতে হচ্ছে। আমার কর্মজীবনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমাকে ক্ষমা করবেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসারবৃন্দ আজহারুল ইসলাম, তপন কুমার দেবনাথ, সোহাগ হোসেন, ওয়াসিম উদ্দীন, সোহাগ আলম, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, প্রধান শিক্ষক শফিউল আযম মিন্টু, প্রধান শিক্ষিকা সেলিনা কাজল, প্রধান শিক্ষিকা জেসমিন নাহার সহ সকল প্রধান শিক্ষকগণ ও সুশীল সমাজ।