রংপুর-ঢাকার ফাইনালে যাওয়ার লড়াই আজ
বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফারার এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
চলতি বিপিএলে তৃতীয়বারের মতো মাশরাফির রংপুরের মুখোমুখি হচ্ছে সাকিবের ঢাকা। এর আগে দু’বারের মুখোমুখিতে একটি করে ম্যাচ জিতেছে দু’দল। প্রথম ম্যাচে ঢাকা জিতেছে মাত্র ২ রানে। আর দ্বিতীয়টিতে এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি আর অ্যালেক্স হেলসের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ম্যাচ জিতেছিল রংপুর রাইডার্স।
তবে ঢাকার সামনে আজ স্বস্তির খবর হতে পারে রংপুর রাইডার্সের দুই মারকুটে ব্যাটসম্যান হেইলস ও ডি ভিলিয়ার্সের দেশে ফিরে যাওয়া। লিগ পর্বে ঢাকার বিপক্ষে রংপুরকে দাপুটে জয় এনে দিয়েই দেশে ফিরে গেছেন এই দুই মারকুটে ব্যাটসম্যান। তবে দুই মারকুটে ব্যাটসম্যান দেশে ফিরলেও রাইলি রুশো আর টি-টোয়েন্টির রাজা খ্যাত ক্রিস গেইল আছেন রংপুরের অন্যতম ব্যাটিং অস্ত্র হিসেবে। কিন্তু চলতি বিপিএলে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি গেইল।
গত আসরের ফাইনালে গেইলের ৬৯ বলে ১৪৬ রানের টর্নেডো ইনিংসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিলো রংপুর। এবারের ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শের-ই-বাংলায় আবারো গেইল ঝড় উঠলে আবার লন্ডভন্ড হয়ে যেতে পারে ঢাকা। এদিকে রুশো আছেন ক্যারিয়ারের দুর্দান্ত ফর্মে। চলতি বিপিএলে ১২ ইনিংসে ১ সেঞ্চুরি আর ৫টি অর্ধশতকসহ ৫৫৮ রান করে এই ব্যাটসম্যান আছেন চলতি আসরের রান সংগ্রাহকের তালিকার শীর্ষে।
শুধু মারকুটে দুই ব্যাটসম্যানই নয়, দলকে টেনে নিচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বল হাতে তিনি ছাড়াও আছেন ফরহাদ রেজা, শফিউল ইসলাম আর নাজমুল ইসলাম অপুরা।
অন্যদিকে, ঢাকা দলের নেতৃত্বে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে বলে উজ্জল এই অলরাউন্ডারের সঙ্গে দলের ব্যাটিং অস্ত্র হিসেবে আছেন হজরতউল্লাহ জাজাই, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল আর কাইরন পোলার্ডদের মতো তারকারা। এই দলের বোলিং অস্ত্র হিসেবে থাকছেন রুবেল হোসেন, কাজী অনিক, পোলার্ড, রাসেলরা।
আজ যে দল জিতবে তাদের আগে থেকে ফাইনাল নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হতে হবে। আর পরাজিতরা হবে চলতি আসরের তৃতীয় দল।