ট্রাফিক আইনে একদিনে জরিমানা ২৫ লাখ
রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন না মানায় বিভিন্ন যানচালকদের কাছ থেকে ২৪ লাখ ৮৩ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৪ হাজার ৬১২টি মামলায় এ জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে’র (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার সকাল থেকে সারাদিন এই অভিযান চালানো হয়। এ সময় ডাম্পিংয়ে পাঠানো হয় ২৫টি ও রেকার করা হয়েছে ৬৬৩টি গাড়ি।
- ট্রাফিক বিভাগ জানায়, এসব মামলার মধ্যে রয়েছে- উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ৮৪০টি গাড়ি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার কারণে ৪৬টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া মাইক্রোবাসে কালো কাঁচ লাগানোর জন্য ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
অপরদিকে, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৭৭৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২৭টি মোটরসাইকেল আটক করা হয়। অভিযানে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৭টি মামলা দেয়া হয়।
Please follow and like us: