কালিগঞ্জের আছিয়া লুতফর প্রিপারেটরি স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত
কালিগঞ্জের ঐতিহ্যবাহী আছিয়া লুতফুর প্রিপারেটরী স্কুলের আয়োজনে প্রতি বছরের ন্যায় উদযাপিত হয়েছে বার্ষিক শিক্ষা সফর। বুধবার (৬ ফেব্রুয়ারি ভোর ৬ টায় স্কুল চত্বর থেকে পৃথক দু’টি পরিবহনে স্কুলের ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। এবার শিক্ষা সফরের গন্তব্য ছিলো বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ, ষাটগম্বুজ যাদুঘর, হযরত খানজাহান আলী (রঃ) এর মাজার, সুন্দরবন পিকনিক কর্নার, রূপসা সেতু (হযরত খানজাহান আলী (রঃ) সেতু)। শিক্ষা সফরের নেতৃত্ব দেন আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক ও কবি আলহাজ্ব মনজুর লুতফর রহমান। অংশগ্রহণ করেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি মিসেস আছিয়া রহমান, প্রধান শিক্ষক জি এম রফিকুল ইসলাম, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। উল্লেখ্য যে, আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলটি ১৯৯৯ সালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র চৌমুহনীতে স্থাপীত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ হিতৈশী ও গুণীজন ব্যক্তিত্ব আলহাজ্ব মনজুর লুতফর রহমান ও তার সহধর্মিনী মিসেস আছিয়া রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং আর্থিক সহায়তায় অদ্যবধী সুচারুভাবে চলমান আছে। প্রথমে মাত্র ২৯ জন শিক্ষার্থী নিয়ে স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে ২ ‘শ ৬৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। প্রতিবছর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় দিবস পালন, মা সমাবেশ এবং বার্ষিক শিক্ষা সফর হয়ে আসছে। স্কুলটিতে বর্তমানে ১০ জন শিক্ষক, শিক্ষিকা ও ৬জন কর্মচারী চাকুরীরত আছেন।