আশাশুনি শোভনালী মরিচ্চাপ নদীর বেহাল দশা পুনঃ খননের দাবী
আশাশুনি উপজেলার দীর্ঘকালে খরস্রোতা মরিচ্চাপ নদী এখন নাব্যতা হারিয়ে ছোট খালে পরিণত হয়েছে। জাহাজ-লঞ্চ চলাচলে ব্যস্ত নদীটি এখন নৌকা চলাচল করতেও পারেনা।
আশাশুনি উপজেলা সদরের বুক চিরে শোভনালী উপর দিয়ে নদীটির একটি শাখা ইছামতি নদীতে এবং আরেকটি শাখা ব্যংদহা বাজার হয়ে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালে গিয়ে মিশে ছিল।
কয়েকযুগ পূর্বেও এ নদীতে স্টিমার-লঞ্চ চলাচল করত। নদীটি বর্তমানে তার সৌদর্য হারিয়ে ফেলেছে। বিশেষ করে শোভনালী ব্রীজ হতে কামালকাটি পর্যন্ত খুবই বেহাল দশা। সামনে ব্যাংদহা হয়ে প্রাণ সায়ের মুখী নদী পুনঃ খনন করা হলেও এখনও ততটা কার্যকর হয়নি। শোভনালীর দিকে অবৈধ দখল, ইচ্ছেমত পানি রোধ, ইট ভাটায় মাটি কেটে নদী শাসনের ফলে শোভনালী ওয়াপদা গেট দিয়ে পানি নিস্কাসন ব্যহত হচ্ছে।
পশ্চিম বিলে সহস্রধিক হেক্টর জমির বাগদা চিংড়ী ঘেরে পানি উঠানো-নামানো কষ্টকর হচ্ছে। অবৈধ ছোপ পাটা দিয়ে জোয়ারের পানি প্রতিবন্ধতা সৃষ্টির ফলে নদী ভরাটের সৃষ্টি হচ্ছে।
এলাকা ও এলাকার মানুষের জীবন-জীবিকার স্বার্থে অতি দ্রুত নদীটি খনন করে নদীর জীবন ফিরিয়ে আনা অতীব জরুর। পানি নিস্কাসন ব্যবস্থার পথ দিন দিন যে ভাবে সংকুচিত হয়ে আসছে তা রোধ করাসহ এলাকার সার্বিক স্বার্থে নদীটি পুনঃ খননের জন্য উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।