সাতক্ষীরা পৌরসভায় বিদেশী পর্যবেক্ষক দলের মত বিনিময়সভা
সাতক্ষীরা পৌরসভায় বিদেশী পর্যবেক্ষক দলের সমন্বয়ে বিশেষ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ফেব্রয়ারি) সাতক্ষীরা পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপালের মেয়র এবং চেয়ারপার্সনগন, সিমাভি বাংলাদেশ এর বাংলাদেশ সমন্বয়কারী অলক মজুমদার, প্র্যাকটিকাল অ্যাকশন এর প্রোগ্রামবাস্তবায়ন বিভাগের প্রধান হোসেন ইসরাত আদিব, উন্নয়নসংস্থাএনফো, লুমানতি, রুয়াফ এবং ওয়েস্ট নেদারল্যান্ড প্রতিনিধিবৃন্দ।
সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও প্র্যাকটিকাল অ্যাকশন উন্নয়ন সংস্থা হোপ ফরদা পুরেস্ট এবং উত্তরণ এর প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। বিদেশী পর্যবেক্ষক দলে উপস্থিত ছিলেন নেপালের ২টি পৌরসভার মেয়র এবং ২টি পৌরসভার চেয়ার পার্সনগন, নেপালের উন্নয়ন সংস্থা এনফোওলু মানতি এর প্রতিনিধিবৃন্দ, ওয়াশ এলায়েন্স ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি, নেদারল্যান্ডের উন্নয়ন ভিত্তিক সংস্থা সিমাভি, রুয়াফ এবং ওয়েস্ট প্রতিনিধিগন।
মতবিনিময়সভায় এসব দেশের মেয়রগন এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ তাদের কার্যধারা বর্ণনার পাশাপাশিদেশী-বিদেশি উন্নয়ন সংস্থার সাথে কাজের প্রকৃতি নিয়ে কথা বলেন এবং তৃনমূলের উন্নয়নে একে ওপরের গুরুত্ব প্রকাশ করেন। সাতক্ষীরা পৌর মেয়র ও অন্যান্য বিদেশী মেয়রগন তাদের পৌরসভা প্রদত্ত সেবাসমূহ জনগণের হাত পর্যন্ত পৌঁছে দেয়ার ধারা বর্ণনার পাশাপাশি এই আলোচনার মাধ্যমে জনসেবা প্রদান আরও উন্নততর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে সাতক্ষীরা পৌর মেয়র শুভেচ্ছা স্মারক স্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলেছেন বিদেশী মেয়রগনের হাতে এবং বন্ধুরাষ্ট্রের মেয়র এবং চেয়ারপার্সনগনের নেপাল ভ্রমণের আমন্ত্রণ গ্রহণ করেন।