জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালি, পুরস্কার বিতরণী ও আলোচনাসভা
‘গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি, পুরস্কার বিতরণী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনাসভায় মিলিত হয়। জেলা প্রশাসন সাতক্ষীরা ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)অনিন্দিতা রায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ খালেক, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আঃ হামিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ আল মামুন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা গণগ্রন্থাগারের লাইব্রেরী সহকারী কিনারাম কুমার। অনুষ্ঠানে বিতর্ক ও বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত সার্জান বিনতে আমিনুল্লাহ।