বিপিএলের ফাইনালে কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইমরুল কায়েসের দল।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১৭ রানে মাশরাফির শিকার হন তামিম ইকবাল। এরপর এভিন লুইস ও এনামুল হক বিজয়ের ৯০ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে কুমিল্লা। বিজয় ৩৯ রানে আউট হলেও অর্ধশতক করেন লুইস। ১৮.৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করে কুমিল্লা। লুইস ৭১ এবং শামসুর রহমান ৩৪ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে, শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ৩৪ রানে সাজ ঘরে ফেরেন মেহেদী মারুফ (১) এবং মোহাম্মদ মিথুন (৩)। পরে ক্রিস গেইলের ৪৬, রাইলি রুশোর ৪৪ এবং বনি হাওয়েলের ২৮ বলের ৫৩ রানে, ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বর্তমান চ্যাম্পিয়নরা।
হারলেও টুর্নামেন্ট থেকে বিদায় নেয়নি রংপুর। আগামী বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাশরাফির দল।