জেলা আইনজীবী সহকারী সমিতির টিন সেড ঘরের উদ্বোধন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির টিন সেড ঘরের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি বিমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির টিন সেড ঘরের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার। এসময় তিনি বলেন, ‘মহান সৃষ্টি কর্তার কাছে দায়বদ্ধ থেকে মানুষের সেবার লক্ষ্যে কাজ করতে হবে। কে আইনজীবী কে মোহরার এটা আসল কথা না। মোহরাররা অধ্যাবসায় ও অভিজ্ঞতার আলোকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল হোসেন (২), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সুনীল কুমার মন্ডল, বাবলুর রহমান, সদস্য আব্দুর রাজ্জাক ও বসু ঘোষসহ বিচারকবৃন্দ, আইননজীবী, সহকারী আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।