সাতক্ষীরায় প্রতিবেশী চাচার হাতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ
বাবা প্রতিবন্ধী। দুটি মেয়েও প্রতিবন্ধী। একটি মেয়ে সুস্থ থাকলেও তার স্বামীর দুই চোখ অন্ধ। সাতক্ষীরার এমন একটি অসহায় পরিবারের এক প্রতিবন্ধী মেয়ের সর্বনাশ করেছে প্রতিবেশী চাচা পরিচয়ের ৫৭ বছর বয়সের এক লম্পট। আর এ ঘটনার পর মেয়েটি হাসপাতালে যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি গ্রামে এ ঘটনা ঘটে। হাওয়ালখালি গ্রামের প্রতিবন্ধী পরিবারের ওই তরুণীকে ভুলিয়ে ভালিয়ে ধর্ষণ করে। টানা চার মাস যাবত পরিবারের সবার অগোচরে এই ধর্ষণের ঘটনা ঘটে। এরই মধ্যে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ধর্ষক আকরাম আলি বিষয়টি তার স্ত্রী মাসকুরাকে জানায়। পরে তারা অন্তঃসত্ত্বা মেয়েটিকে নিয়ে যায় কলারোয়ার সিংহলাল গ্রামে মেয়ে ফেরদৌসির বাড়িতে। সেখানে রেখে তার গর্ভপাত ঘটানোর চেষ্টা করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এর পর মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত এক সপ্তাহ আগে তার পরিবারের লোকজন তাকে দ্রুত নিয়ে আসেন সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে তার গর্ভপাত ঘটানো হয়। বর্তমানে তার সেখানে চিকিৎসা চলছে।
এদিকে, ধর্ষক আকরাম আলি, তার স্ত্রী মাসকুরা খাতুন এবং মেয়ে ফেরদেীসি ও মেয়ের জামাই রেজাউল ইসলাম বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ তাদের খুঁজছে।
সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান এ ব্যাপারে ধর্ষণের শিকার মেয়েটির মা রোকেয়া বেগম বাদী হয়ে ধর্ষক আকরাম আলীসহ চার জনকে আসামী থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।