মানুষের শরীর নিয়ে মন্তব্য করা ঠিক নয়
বলিউডে ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ার বিদ্যা বালানের। নানা বৈচিত্র্যপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অনেক ছবিই হয়েছে সুপারহিট। ‘ডার্টি পিকচার’ ছবিতে তিনি তাঁর আবেদনের ঝলক দেখিয়েছেন। তবে শরীর নিয়ে কম কথা শুনতে হয়নি তাঁকে। আর এসবকে থোড়াই কেয়ার করেন এই অভিনেত্রী।
দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে অসংখ্য বাধার মুখোমুখি হয়েছেন বিদ্যা বালান। বিশেষ করে সামাজিক প্রত্যাশা ‘পারফেক্ট ফিগার’ নিয়েও বহু কথা শুনেছেন। তবে তাঁর স্টাইল ও ফ্যাশন-চিন্তা যে একদমই বিশেষ, তা প্রমাণ করেছেন বারবার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছেন, শৈশব থেকেই তিনি হরমোনজনিত সমস্যায় ভুগছেন। অনেক সময় তিনি না খেয়েও থেকেছেন।
“আজীবন হরমোনের সমস্যায় ভুগছি। শরীর নিয়ে নানা কথা শুনে আসছি। কৈশোরে মানুষ বলত, ‘তোমার মুখটা কী সুন্দর, কেন তুমি ওজন কমাও না?’ ছোট হোক আর বড় হোক, কাউকে এভাবে বলা ঠিক নয়। আমি উপোস করতাম। ওজন কমানোর জন্য পাগলের মতো ব্যায়াম করেছি। হরমোন ইস্যুটা কিছুদিন স্থিতিশীল হলেও ফের মাথাচাড়া দেয়’, বলেন বিদ্যা।
বিদ্যা বলেন, শুকনো হলেও মনে হতো তিনি মোটা। ‘ওজন কমাও, ওজন বাড়াও, ওজন কমাও, ওজন বাড়াও—মনে আছে এসব দীর্ঘদিন মাথায় বয়ে বেড়িয়েছি। কয়েকবছর হলো শুটিংয়ের সময় মনিটরে নিজের শট দেখা বন্ধ করে দিয়েছি। কারণ মনিটরের দিকে তাকালেই মনে হতো—আমি কি দেখতে মোটা?’, বলেন বিদ্যা।
মোটা শরীর নিয়ে ছোট থেকে নানা কথা শোনার প্রভাব বিদ্যার মনে পড়েছে। অনেক পরিশ্রম করেন এই অভিনেত্রী। তো, কেউ যদি তাঁকে ব্যায়ামের কথা বলেন, চট করে রেগে যান তিনি।
‘যখন মানুষ আমাকে বলে ব্যায়াম শুরু করো, আমি বলতে চাই তোমাদের… করি! আমি ব্যায়াম করি না, তা তুমি কীভাবে জানো? তুমি কি জানো, ব্যায়ামে আমি কী পরিশ্রমটাই না করি? তুমি কি জানো, কেমনতর চ্যালেঞ্জের মুখোমুখি আমি? তুমি কি জানো, হরমোনের সমস্যা আমার ওজন কমানোটা অসম্ভব করে তুলেছে?’
বিদ্যা বালান বলেন, কাউকে এভাবে বিচার করাটা ঠিক নয়। মানুষের শরীর নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
ভারতের বিখ্যাত গণিতবিদ শকুন্তলাকে নিয়ে নির্মিত বায়োপিকে পরবর্তী সময়ে দেখা যাবে বিদ্যা বালানকে। খবরে প্রকাশ, এই ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করবেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা। এ ছাড়া হিন্দি ‘পিংক’ ছবির তামিল রিমেকে অজিত কুমারের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। আর এটাই বিদ্যার প্রথম তামিল ছবি।