কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে গেলেন সাতক্ষীরা সদর উপজেলার ২৬ সদস্যের শিক্ষকদের এক প্রতিনিধি দল। শিক্ষকদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাদেবনগর ক্লাস্টার প্রধান ও সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান।
প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের স্কুল পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার অগ্রগামী বিদ্যালয় ক্যাটাগরিতে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করানো হয় বলে জানা গেছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর ক্লাস্টার প্রধান ও সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে ২৫ সদদেস্যর শিক্ষক দল। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সদর ক্লাস্টার প্রধান ও সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল চন্দ্র সরকার, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিনিধি দল বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পর্যবেক্ষণ করেন পাঠদান কার্যক্রম। তাঁরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ইউনিফর্মসহ অন্যান্য শিক্ষা উপকরণ ও ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হন। প্রতিনিধিদলের আগমন ও পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় হলরুমে সৌজন্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিদর্শনকালে আগত শিক্ষক প্রতিনিধি দল দৈনিক সমাবেশ, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা, কাব-স্কাউটস কার্যক্রম, ডোনার সংগ্রহ, সার্বিক উন্নয়ন কার্যক্রমে প্রধান শিক্ষককের ভূমিকাসহ বিভিন্ন বিষয় জানেন, দেখেন ও আত্মস্থ করেন।
এছাড়া বিদ্যালয়ের সংবাদ পত্র প্রতিদিন, শিবিল স্মৃতি বুক কর্ণার, নিজেকে দেখা, মেরিগো রাউন্ড, শহিদ মিনার, সিসি ক্যামেরা, সততা স্টোর, মহানুভবতার দেয়াল, ক্ষুদে ডাক্তার, স্টুডেন্টস কাউন্সিল, প্রতীক্ষালয়সহ সবকিছুই পরিদর্শনে আসা শিক্ষকবৃন্দের মন কেড়ে নেয়। মহাদেবনগর ক্লাস্টার প্রধান ও সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান সদ্য স্থাপিত ‘শিবিল স্মৃতি বুক কর্ণার’ পরিদর্শকালে এটির আরও সমৃদ্ধি কামনা করেন। তিনি এই বুক কর্ণারের পরিদর্শন বহিতে তাঁর মন্তব্য লিপিবদ্ধ করেন। মহাদেবনগর ক্লাস্টারের এই শিক্ষক দল রোববার শার্শার বসতপুর ও মাগুরার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বলে সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান জানান।