সেবা প্রকাশনীর জানা-অজানা

মাসুদ রানা, তিন গোয়েন্দার মতো জনপ্রিয় সিরিজের প্রকাশক সেবা প্রকাশনী৷ কম দামে রোমাঞ্চে ভরপুর কাহিনি পড়িয়ে কিশোর-কিশোরীদের পাঠক হিসেবে গড়ে তুলেছেন সেবার প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেন৷

৫৫ বছর!

১৯৬৪ সালে ঢাকার তৎকালীন সেগুনবাগানে (বর্তমানে সেগুনবাগিচা) সেবা প্রকাশনীর যাত্রা শুরু৷ বাবা শিক্ষাবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেনের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে প্রকাশনা ব্যবসায় নেমেছিলেন কাজী আনোয়ার হোসেন৷ ‘সেগুন’-এর ‘সে’ আর ‘বাগান’এর ‘বা’ থেকে সেবা নামটি এসেছে৷ এই ৫৫ বছরে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মোট ২,৪৪৭টি বই প্রকাশিত হয়েছে৷\

প্রথম বই

১৯৬৪ সালের জুনে ‘কুয়াশা-১’ বইটি প্রকাশের মধ্য দিয়ে সেবা প্রকাশনী ও থ্রিলার লেখক হিসেবে কাজী আনোয়ার হোসেনের যাত্রা শুরু হয়৷ এই বইটিসহ কুয়াশা সিরিজের সত্তরটির বেশি বই বের হয়েছে৷

মাসুদ রানা

১৯৬৬ সালে ‘ধ্বংস পাহাড়’ নামে মাসুদ রানা সিরিজের প্রথম বই বের হয়৷ কাপ্তাই বাঁধ রক্ষা নিয়ে বইটির কাহিনি গড়ে উঠেছিল৷ ঐ বাঁধ রক্ষার দায়িত্ব পেয়েছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মাসুদ রানা৷

আজও অপ্রতিদ্বন্দ্বী

মাসুদ রানা সিরিজের সবশেষ প্রকাশিত বইটির নাম ‘অন্তর্যামী’৷ এটি এই সিরিজের ৪৫৯তম বই৷ কাজী আনোয়ার হোসেনের সঙ্গে সহযোগী লেখক হিসেবে ছিলেন ইসমাইল আরমান৷ অর্থাৎ, আজও বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী থ্রিলার নায়ক হয়ে আছেন মাসুদ রানা৷

তিন গোয়েন্দা

ছোটবেলায় কিশোর পাশার মতো হতে চাননি এমন ক’জন আছেন? ১৯৮৫ সালে তিন গোয়েন্দা সিরিজের প্রথম বই বের হয়৷ এরপর কিশোর পাঠকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে সিরিজের তিন কিশোর গোয়েন্দা– কিশোর পাশা, মুসা আমান ও রবিন মিলফোর্ড৷ শুরুতে বিখ্যাত ইংরেজি গোয়েন্দা সিরিজ ‘দ্যা থ্রি ইনভেস্টিগেটর্স’ অবলম্বনে বইগুলো লেখা হতো৷ লেখক ছিলেন রকিব হাসান৷

অন্যান্য বই

কুয়াশা, মাসুদ রানা এবং তিন গোয়েন্দা ছাড়াও সেবা প্রকাশনী থেকে বিভিন্ন সময়ে বের হওয়া অন্যান্য সিরিজের মধ্যে আছে অয়ন-জিমি সিরিজ, কিশোর হরর সিরিজ, গোয়েন্দা রাজু সিরিজ, রোমহর্ষক সিরিজ, অ্যাডভেঞ্চার সিরিজ, অনুবাদ সিরিজ, কিশোর ক্লাসিক সিরিজ, রোমান্টিক সিরিজ, ওয়েস্টার্ন সিরিজ ও আত্মউন্নয়ন সিরিজ৷

পাঠকের কথা

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে চাকরিতে যোগ দেয়া তানিয়া ইদ্রিস ১৯৯৮ সালে প্রথম তিন গোয়েন্দা পড়েছিলেন৷ রকিব হাসান যতদিন তিন গোয়েন্দা লিখেছেন ততদিন তিনি তাঁর পাঠক ছিলেন৷ এখন ওয়েস্টার্ন আর অনুবাদের পাঁড় ভক্ত তিনি৷ তানিয়া মনে করেন, সেবার অনুবাদ এখনো সেরা৷ অবশ্য তাঁর ছোট ভাই এখন আর সেবা পড়ে না বলে জানান তিনি৷ তাই নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে সেবাকে নতুন সময়ের চাহিদাকে মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তানিয়া৷

জনপ্রিয়তার কারণ

ওয়েস্টার্ন সিরিজের লেখক রওশন জামিল (ছবি) সেবার জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, লেখকরা সবসময় পাঠকের কথা বিবেচনা করেছে৷ ‘‘পুরো বিষয়টাই ছিল পাঠকমুখী৷ আমরা নিজেরাও যেহেতু পাঠক ছিলাম, ঐ বয়সটা পার হয়ে এসেছি, আমরা কী পছন্দ করতাম, সেগুলো বিবেচনায় নিয়ে লিখতাম,’’ বলেন তিনি৷ এছাড়া পাঠকদের পরামর্শও গুরুত্ব দিয়ে দেখা হতো বলে জানান রওশন জামিল৷

এখনো জনপ্রিয়?

২৪ বছর ধরে সেবায় কাজ করছেন মমিনুল ইসলাম৷ তিনি বর্তমানে সেবা প্রকাশনীর ম্যানেজার৷ তিনি বলছেন, পাঠকের কাছে সেবার বইয়ের চাহিদা কমেনি৷ ‘‘এখনো প্রতিমাসে ২৫ হাজার কপির মতো রহস্যপত্রিকা বের হয়৷ মাসুদ রানার জনপ্রিয়তাও সমান রয়েছে,’’ বলে জানান তিনি৷ অবশ্য মানসম্মত বই প্রকাশ করতে গিয়ে বইয়ের সংখ্যা কিছুটা কমেছে বলেও জানান মমিনুল ইসলাম৷

পেছনের কারিগর

বাংলাদেশে কিশোর-কিশোরীদের পাঠক হিসেবে গড়ে তোলার পেছনে সেবা প্রকাশনীর গুরুত্বপূর্ণ অবদান আছে৷ আর সেবা প্রকাশনী মানেই কাজী আনোয়ার হোসেন৷ মাসুদ রানা চরিত্র সৃষ্টি ছাড়াও তিন গোয়েন্দা, অনুবাদ, কিশোর ক্লাসিক ও আত্মউন্নয়ন সিরিজের বইয়ের লেখক তিনি৷ এছাড়া তাঁর সম্পাদনায় এখনো নিয়মিত রহস্যপত্রিকা প্রকাশিত হয়ে আসছে৷ কাজী আনোয়ার হোসেন ছাড়াও বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম ব্যবহার করে থাকেন তিনি৷

সমালোচনা

মাসুদ রানা সিরিজের অনেক গল্প বিদেশি লেখকদের বই থেকে নেয়া৷ তাই বইয়ের উপর সাধারণত ‘বিদেশি গল্পের ছায়া অবলম্বনে’ কথাগুলো লেখা থাকে৷ তবে অনেকের অভিযোগ, এভাবে লিখিত হলেও সব বইয়ে এ কথাগুলো লেখা থাকে না৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)