রোববার বিকেল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি
একাদশ জাতীয় সংসদের বৈঠক আগামী রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন।
এর আগে বুধবার বেলা ৩টায় অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ ভবনে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।
প্রথম অধিবেশনে সংসদ নেতার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, গণতান্ত্রিক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাও গণতান্ত্রিক উপায়ে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন। এর আগে দেশবাসী দেখেছে, বিরোধী দলের উপস্থিতিতে আমরা সংসদে চমৎকার পরিবেশ রেখেছিলাম। আমরা তাদের আস্থা অর্জন করতে পেরেছিলাম। এ সংসদকেও আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, এটাই লক্ষ্য।
এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচন দেশে-বিদেশে সব মহলে প্রশংসিত হয়েছে।
পদমর্যাদাক্রমে স্পিকার পদটি আছে তৃতীয় নম্বরে। প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী এবং এরপর আছেন স্পিকার। যদিও সংসদ পরিচালনায় তিনিই সর্বেসর্বা। সূত্র: বাসস।