বাঁকড়া টু বোয়ালমারী রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের নামতি ভেড়ী নামক বাঁকড়া টু বোয়ালমারী রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়।
প্রতি দিন এই রাস্তা দিয়ে হাজার হাজার জনগণ সহ মোটরসাইকেল,ইঞ্জিনভ্যান,মটরভ্যান ও মাছের ভ্যান যাতয়াত করে। প্রতি বছর ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা হাজার হাজার টাকা খরচ করে রাস্তাটিতে মাটি দিলেও,রাস্তার পাশে থাকা ঘের মালিকদের অবহেলার কারণে, রাস্তাটি ঘেরের সাথে বিলীন হয়ে যাচ্ছে।
প্রতি বছর ঘের খাটির সময় ঘের মালিকরা যে যার ইচ্ছা মত রাস্তা কেটে পানি রাস্তার এধার ওধার করতে থাকে।
বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায় মৃত্যুঃসাদেক সরদারের ছেলে উজ্জ্বল সরদার ও সামে মোড়লের ছেলে আয়জুল মোড়ল রাস্তার উপর স্যালো ম্যাশিন বসিয়ে রাস্তা কেটে রাস্তার উপর দিয়ে পানি অন্য ঘেরে দিচ্ছে।
বছরের পর বছর গায়ের জোরে তারা এই কাজটি করে যাচ্ছে। এ ছাড়াও ঐ রাস্তার পাশে যে সমস্ত ঘের মালিক আছে তারা রাস্তার ধারে ভেড়ী বাধ তো দুরের কথা এক ইঞ্চি মাটিও তারা দেয়না।কোন লোক প্রতিবাদ করতে গেলেই বলে এটা সরকারি রাস্তা,যা ইচ্ছা তাই করবো।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একান্ত দাবী যাহাতে এই রাস্তাটির উপর দিয়ে খেয়াল খুশি মত কোন ঘের মালিক পানি নিষ্কাশন না করে এবং রাস্তা থেকে পাঁচ ফুট বাদ রেখে আলাদা ভেড়ী দিয়ে ঘের পরিচালনা করে।