সুস্থ সমাজ বিনির্মাণে শিক্ষিত জাতি গঠনের কোন বিকল্প নাই : সাঈদ মেহেদী
কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সহ সভাপতি সেলিম খাঁনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস,এম,কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি তার বক্তব্যে বলেন মুখস্থ বিদ্যার শিক্ষায় শিক্ষিত না হয়ে সততা ও নিষ্ঠার শিক্ষা গ্রহণ করতে হবে।
ছাত্র ছাত্রীদের লেখা পড়া শেখানোর পাশাপাশি তাদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে, তবেই একটি সুশৃঙ্খল জাতি গঠন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। সুস্থ সমাজ বি-নির্মাণে শিক্ষিত জাতি গঠনের কোন বিকল্প নাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজগার আলী, ভদ্রখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ শেখ অহেদুজ্জামান বাবলু, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ ফ ম লুৎফর রহমান, ভদ্রখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আহম্মাদ আলী সরদার, বিশিষ্ট শিক্ষানুরাগী খাঁন আব্দুস সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিতত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাষ্টার নরিম আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, ছাত্র ছাত্রী, সুধী ও সাংবাদিক বৃন্দ।