সাতক্ষীরায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য ইশতিয়াক আহমেদ আটক
সাতক্ষীরায় মঙ্গলবার রাতে প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
পলাশপোল স্টেডিয়াম এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে ইয়াকুবকে আটক করা হয়।
সে রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুরভাটপাড়ার নুর আলম নান্টুর ছেলে এবং রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। পলাশপোল স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছে তার পরিবার।
সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (উপ-পরিচালক) লে. কমান্ডার বিএন এএমএম জাহিদুল কবীর বলেন, পলাশপোল স্টেডিয়াম এলাকায় মঙ্গলবার রাতে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসা থেকে ইয়াকুবকে আটক করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব ভুয়া প্রশ্নপত্র সরবরাহের কথা স্বীকার করেছে। সে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দিত। আগ্রহী প্রার্থীরা মেসেঞ্জার গ্রুপ থেকে প্রশ্নপত্র ক্রয়ের জন্য যোগাযোগ করলে সে তার বিকাশ এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সে দীর্ঘ দিন ধরে ভুয়া প্রশ্নপত্র বিক্রয় করে আসছে বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে ৮১ জন সদস্য রয়েছে বলে ইয়াকুব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।