শোভনালীতে গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে মাইকিং
“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বুধবার সকাল ১১ টায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ব্যাপী মাইকিং কার্যক্রম উদ্বোধন করেন ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়।
গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিমুলক পোষ্টার সজ্জিত ভ্যানটি গ্রাম আদালত সহকারি কনক চন্দ্র মন্ডলের নেতৃত্বে, ইউপি সচিব আমিনুর রশিদের তত্বাবধানে গ্রাম পুলিশ হাসানের সহযোগিতায় সারা ইউনিয়ন ব্যাপী মাইক যোগে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালান। উল্লেখ্য গ্রাম আদালতে ৭৫হাজার টাকার এখতিয়ারভুক্ত ফৌজদারি বিরোধের জন্য ২০টাকা ফিস জমা দিয় সুষ্ঠু সমাধান পাওয়া যাবে।