ফেব্রুয়ারিতে ৭ ছবি মুক্তির সম্ভাবনা
ফেব্রুয়ারি মাস ২৮ দিনে। এর মধ্যে শুক্রবার রয়েছে চারটি। এই চার শুক্রবারেই এ বছর ফ্রেব্রুয়ারিতে ছবি মুক্তিতে ধুম লেগেছে। বছরের প্রথম মাসে কোন বড় তারকার ছবি ছিল না। সে হিসেবে আগামী মাস অর্থ্যাৎ ফেব্রুয়ারিতে বেশকিছু বড় বাজেটের আলোচিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।
তবে মাসের শুরুটা থাকতে হবে ছবিশুন্য। মাসের প্রথম দিন মুক্তি পাওয়ার কথা ছিল গোলাম মোস্তফা পরিচালিত ‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার নিয়মিত অভিনেতা সাব্বির আহমেদ ও বীথি রানী সরকার। কিন্তু তা মার্চের প্রথম সপ্তাহে মুক্তি পাবে। ছবির পরিচালক জানান,‘প্রমোশনটা ঠিকমতো করা সম্ভব হয়নি বলে একমাস পেছানো হয়েছে। তাছাড়া সিনেমাটির পোস্টের কাজও কিছু বাকি ছিল।’
পরের সপ্তাহ, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি মুক্তির মিছিলে আছে বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও আঁচল অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন তারেক শিকদার। ছবিটির শুটিং শুরু হয়েছিল বেশ আগে। আর এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন আঁচল। এই সপ্তাহে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটিও মুক্তির কথা রয়েছে। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনি ও কায়েস আরজু অভিনয় করেছেন।
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের পরদিনই শুক্রবার। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও নুসরাত ফারিয়ার ‘শাহেনশাহ’। ছবিটির একটি গানের শুটিং অবশ্য এখনো বাকি আছে। পরিচালক শামীম আহমেদ রনী জানান,‘ দু- একদিনের মধ্যে গানটির শুটিং শেষ হবে। তারপরই সেন্সরে জমা দেওয়া হবে। আশা করা যায়, কোন ঝামেলা হবে না।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে মুক্তি পাচ্ছে ভাষা আন্দোলনের উপর নির্মিত ছবি তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের ওপর নির্মিত এই ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, সাজু খাদেমসহ আরও অনেকে। পরিচালক জানান,‘ ১৫ তারিখ আপাতত ফাইনাল বলা যায়। ছবির কাজ পুরোপুরি শেষ। গত সপ্তাহে শব্দের কাজ শেষ করেছি রিপন নাথকে দিয়ে। শব্দের কাজটা একটু বেশি সময় নিয়ে করেছি। এখন আমি স্যাটিসফাইড ছবিটি নিয়ে।’
মাসের শেষ সপ্তাহে মুক্তি পাবে বদিউল আলম পরিচালিত ‘অন্ধকার জগৎ’ ছবিটি। এ ছবির মাধ্যমে প্রথমবারের মত জুটি হয়ে আসছেন ডি এ তায়েব ও মাহিয়া মাহি। পরিচালক বদিউল আলম খোকন বলেন,‘ আন্ডারগ্রাউন্ডের প্রতি যে দর্শকের আগ্রহ আছে। সেখান থেকেই ছবিটা নির্মাণ করা। আর জুটি হিসেবেও মাহি ও তায়েব বেশ ভালো করেছে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে মিশা আছেন। সব মিলিয়ে ভালো গল্পের সিনেমা। আগামী সপ্তাহ থেকেই প্রচারণায় নামছি।’
শোনা যাচ্ছে, তাহসান- শ্রাবন্তী জুটির ‘যদি একদিন’ ছবিটিও ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার জোর চেষ্টা চলবে। ছবির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন,‘ সেন্সরে জমা দেওয়া হয়েছে। সেন্সর পাশ হলেই ছবিটি মুক্তির প্ল্যান রয়েছে। সেক্ষেত্রে প্রমোশনের জন্যও একটু সময়ের দরকার আছে। তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পছন্দ করে রেখেছি।’