নেবাখালীর সামত্তভান পেল আদ-দ্বীনের অর্থে গৃহ
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নেবাখালি গ্রামের মৃত আফিল উদ্দিনের স্ত্রী সামত্তভান পেল বাঁশদহা আদ-দ্বীন এর পক্ষ থেকে একটি ঘর। ২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার সময় বাঁশদহা আদ-দ্বীন শাখা হতে ৪০ হাজার টাকার ঘর পেল।
শিবপুর ইউনিয়নের নেবাখালি গ্রামে খোঁজ নিয়ে জানা যায় সামত্তভান অতি দরিদ্র একজন বৃদ্ধা। রাতে থাকার মত তেমন কোনো ঘর নেই তার। তার সংসারের উপার্জন করার মতো কেউ নেই। কোন মতে জীবিকা নির্ভর করে সামত্তভান। যেখানে বর্তমান সমাজের বিত্তবানরা নিজ পরিবার-পরিজন নিয়ে এসি ঘরের ভিতর আরামে ঘুমাচ্ছে। সেখানে সামত্তভানের মাথা গোজার মত নেই কোন ঘর।
বিষয়টি বাঁশদহা আদ-দ্বীনের ম্যানেজার মাহবুবুর রহমান মুকুল জানতে পেরে দাঁড়িয়ে যান শিবপুর ইউনিয়নের নেবাখালি গ্রামের সামত্তভানের পাশে। মাহবুবুর রহমান আদ-দ্বীন বাঁশদহা শাখা হতে সামত্তভান কে ৪০ হাজার টাকা বিনিময় ঘর তৈরি করে দেন। ঘর পেয়ে সামত্তভান খুব খুশি।
আদ-দ্বীন দিনের ম্যানেজার মাহবুবুর রহমান মুকুল কে সামত্তভানের পরিবার সহ এলাকার গরিব অসহায় মানুষরা কৃতজ্ঞতা স্বীকার করেন। এবং ভবিষ্যতে যাতে আরো এরকম অসহায় সামত্তভানদের পাশে দাঁড়াতে পারে সেই কামনা করেন।