নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ড. হোসনে আরা বানু বৃত্তির টাকা প্রদান
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রী (কানাডা প্রবাসী) এবং নলতা মাধ্যমিক বিদ্যাললেয় প্রাক্তন শিক্ষক ও মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা প্রকৌশলী ড. হোসনে আরা বানু’র নামে প্রচলিত বৃত্তি প্রদানের অংশ হিসেবে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মধ্যে বাছাইকৃত দরিদ্র ও মেধাবী ১৬ জন শিক্ষার্থীর মাঝে উক্ত বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। ২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অত্র বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি ৫শত টাকা করে ১ম কিস্তির (জানুয়ারি’১৯ থেকে জুন) এককালিন নগদ ৩ হাজার টাকা করে ড. হোসেনে আরা বানু বৃত্তির টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, হাবিবুর রহমান, প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুব রহমান প্রমূখ। নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬ জন ১ম কিস্তির মোট ৪৮ হাজার টাকা শিক্ষার্থীদেও মাঝে প্রদান করা হয়েছে।