তীব্র শীত-তুষারঝড়ে বিপর্যস্ত টরন্টো
তীব্র শীতে কাপছে কানাডা। দেশজুড়ে বইছে ব্যাপক তুষারঝড়। দেশটির রাজধানী টরন্টো ঢেকে আছে বরফে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চলাচল। বরফ ও তুষারঝড়ে বাধাগ্রস্থ হচ্ছে সব ধরনের যান চলাচল।
সোমবার দুপুর ১২ টা থেকে অবিরাম তুষারঝড়ের সঙ্গে ৩১ কি.মি. গতিবেগে বইছে প্রচন্ড ঠান্ডা বাতাস। টরেন্টোতে দিনের তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ জানিয়েছে, মঙ্গলবার রাতে তা কমে ৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।
কানাডায় শীতের আসল রূপ প্রকাশ পেয়েছে গেলো ক’দিনের ঠান্ডার তীব্রতায়। বিশেষ কোনো কাজ ছাড়া কেউ বের হচ্ছেন রাস্তায়। শহরের বিভিন্ন পয়েন্টে সড়কে বরফের স্তুপে আটকে আছে যানবাহন। জরুরি প্রয়োজনে বেশিরভাগ মানুষ হেটেই চলছেন লক্ষ্যস্থলে।
ভরদুপুরে সড়কের লাইটপোষ্টগুলো জ্বলছে রাতের আলো-আধারের মতো। সেই আলোর পথধরে যে যার মতো করে যাচ্ছেন নিজ কর্মস্থলে। বিশেষ কারণ ছাড়া বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাখা হয়েছে বন্ধ।