কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ জব্দ
ভারতে পাচার কালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি কুঠিবাড়ি বাঁশবাগান এলাকা উক্ত স্বর্ণগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮৮ লাখ টাকা বলে বিজিবি জানায়। তবে এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন জানান, ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সুবেদার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের কুঠিবাড়ি বাঁশবাগান এলাকায় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি স্বর্ণের প্যাকেট ফেলে রেখে তারা পালিয়ে যায়। এরপর সেখান থেকে স্বর্ণের প্যাকেটটি জব্দ করা হয়। পরে এর মধ্য থেকে উদ্ধার করা হয় ১৮ পিস স্বর্ণের বার। যার ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। তিনি আরো জানান, জব্দ কৃত স্বর্ণের বাজার মূল্য ৮৮ লাখ টাকা।