আত্ম মানবতার সেবায় সাতক্ষীরার অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
আত্ম মানবতার সেবায় সাতক্ষীরার অসহায় গরীব শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় দূঃস্থ্য ব্যক্তিদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন,‘সাতক্ষীরা জেলা পরিষদ আত্ম মানবতার সেবায় সব সময় কাজ করে আসছে। জেলার অসহায় গরীব শীতার্ত মানুষের কথা ভেবে তাদের কষ্ট লাঘবে ২ হাজার পিচ কম্বল বিতরণ করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, মীর জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভার ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা প্রমুখ। এসময় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি, জেলা ভুমিহীন সমিতি, কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, বাংলাদেশ বাস্তহারালীগ, আদিবাসী বেঁদে হরিজন নৃতাত্বিক বাংলাদেশ দলিত পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এছাড়াও জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে তাদের স্ব স্ব এলাকায় ২ হাজার কম্বল বিতরণ করা হবে। এসময় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।