সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ম্যানেজিং কমিটির উদ্যোগে এমপি রবিকে সংবর্ধনা
সাতক্ষীরা দিবা নৈশ কলেজ পরিচালনা পরিষদের উদ্যোগে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এমপি রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণ মানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন,‘আমি একটি আধুনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। সকলের সহযোগিতায় আমি সাতক্ষীরাকে সিটি কর্পোরেশন বানাতে চাই। মানুষের ভালবাসায় আমি ধন্য। স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকাকে বিজয়ী করার জন্য আপনাদের মুল্যবান দিয়েছেন। আপনাদের দেওয়া সম্মান ও ভালবাসার মর্যাদা রাখবো ইনশাল্লাহ।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজ পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, শেখ নুরুল হক, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, দিবা নৈশ কলেজ ম্যানেজিং কমিটির সদস্য বিশ্বনাথ ঘোষ, মাহবুবার রহমান (বিশ্বাস), মুজিবর রহমান, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, মোশতাক আহমেদ, মোস্তফা কামাল প্রমুখ। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে ফুল ও মুক্তিযুদ্ধের প্রতিক কোটপিন দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় সাতক্ষীরা দিবা নৈশ কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবু।