বাংলাদেশ তৃতীয় বর্ধনশীল অর্থনীতির দেশ
চলতি বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হবে তৃতীয়। এক্ষেত্রে সুদান ৮ দশমিক ১ শতাংশ প্রত্যাশিত প্রবৃদ্ধি নিয়ে প্রথম এবং ৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ভারত দ্বিতীয় স্থানে। আর বাংলাদেশ ৭ দশমিক ৪ শতাংশ প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আছে তৃতীয় অবস্থানে।
সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০১৯’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০১৯’ শীর্ষক প্রতিবেদন
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৯ সালে শক্তিশালী স্থায়ী বিনিয়োগ, বর্ধনশীল বেসরকারিখাত এবং মুদ্রানীতির কারণে এই অবস্থানে থাকবে বাংলাদেশ। গত বছর দেশীয় মুদ্রার মূল্যহ্রাস এবং তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা মুদ্রাস্ফীতি দেখা গিয়েছিল। কিন্তু এবার এমনটা হবে না বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০১৯’ শীর্ষক প্রতিবেদন
সংস্থাটি আরো বলছে, সার্বিক বিবেচনায় চলতি বছরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জিডিপি বেড়ে ৫ দশমিক ৪ শতাংশ উন্নীত হবে, যা ২০২০ সালে হবে ৫ দশমিক ৯ শতাংশ হবে। এক্ষেত্রে গেল বছর অর্থাৎ ২০১৮ সালে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক ৬ শতাংশ।
Please follow and like us: