ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার ও অন্যান্য খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও সহযোগী রজার স্টোনকে গ্রেপ্তার গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে ৭ টি অভিযোগে স্টোনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
অচলাবস্থা নিরসনে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদি অচলাবস্থা অবসানে একটি স্বল্পমেয়াদি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিলে তার আকাঙ্ক্ষিত সীমান্ত দেয়ালের জন্য বরাদ্দ নেই বলে জানিয়েছে সিএনএন।
ফ্রান্সে ইয়েলো ভেস্টের বিরুদ্ধে নামছে রেড স্কার্ভস
ফ্রান্সের ইয়েলো ভেস্ট বিক্ষোভে সহিংসতা ও দুর্ভোগের প্রতিবাদে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সমর্থকরা। রেড স্কার্ভস নামে সংগঠিত হচ্ছে তারা।
সন্ত্রাসবাদে অর্থায়নকারী দেশের তালিকায় সৌদি আরব
সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করায় যথেষ্ট ভূমিকা না রাখতে পারা দেশগুলোর একটি খসড়া তালিকায় সৌদি আরবকে স্থান দিয়েছে ইউরোপীয় কমিশন। নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি সূত্র ও একটি সৌদি সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভেনেজুয়েলার মার্কিন দূতাবাস বন্ধ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় অবস্থিত মার্কিন দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তারা কারাকাস ছাড়তে শুরু করেছেন।
ব্রেক্সিট ইস্যুতে মুখ খুললেন ব্রিটিশ রানী
যুক্তরাজ্যে ব্রেক্সিট ইস্যুতে একটি ‘অভিন্ন পথ খুঁজে বের করা’ এবং ‘ভিন্ন মতকে সম্মান করার’ আহ্বান জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। নোরফোক এ একটি নারী বিষয়ক প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।
খাসোগি হত্যার তদন্ত শুরু করছে জাতিসংঘ
সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে তুরস্ক যাচ্ছেন জাতিসংঘের এক কর্মকর্তা। এই তদন্ত কাজের নেতৃত্বে আছেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ক বিশেষজ্ঞ তদন্তকারী অ্যাগনেস ক্যালামার।
গ্রিসের পার্লামেন্টে স্বীকৃতি পেল মেসিডোনিয়ার নতুন নাম
স্থানীয় সময় শুক্রবার গ্রিসের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে মেসিডোনিয়ার নতুন নাম। এর ফলে গণপ্রজাতন্ত্রী উত্তর মেসিডোনিয়া নামে স্বীকৃতি পেল দেশটি।