শ্যামনগর আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র বিতরণ
বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মহোদয়ের ১৫/১/২০১৯ তারিখের পত্র, বাংলাদেশ আওয়ামীলীগ, সাতক্ষীরা জেলা শাখার ২২/১/২০১৯ তারিখের পত্র এবং বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ২৮(৪)ঘ ধারা মোতাবেক, আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯-এ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (মহিলা এবং পুরুষ উভয়ই) পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে, আগামী ইং ২৭ ও ২৮ জানুয়ারি ২০১৯ তারিখ সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত আবেদনপত্র বিতরণ এবং জমাদান কার্যক্রম চলিবে। উক্ত সময়ের মধ্যে উল্লেখিত পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য অনুরোধ জানানো হলো। আবেদনপত্র বিতরণ এবং জমাদানের স্থান- বাংলাদেশ আওয়ামীলীগ, শ্যামনগর উপজেলা শাখা কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা।