বুধহাটা কাছারিবাড়িতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার বুধহাটা কাছারিবাড়ি মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফাইনালে বুধহাটা আফ্রিদি ক্রিকেট একদাশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বুধহাটা সবুজ সংঘের আয়োজনে খেলায় বুধহাটা আফ্রিদি ক্রিকেট একাদশ ও বুধহাটা সবুজ সংঘ একাদশ মুখোমুখি হয়। আফ্রিদি একাদশ নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৩৫ রান করে। জবাবে সবুজ সংঘ একাদশ ১১.৩ ওভারে ১১১ রান করে অল আউট হয়ে যায়। আম্পায়ার ছিলেন মেহদী হাসান তুহিন ও মোঃ সাইদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন আব্দুল্লাহ ও আনারুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, ইউপি সদস্য মোঃ রেজওয়ান আলি। বিশেষ অতিথি ছিলেন সাদ্দাম হোসেন ও মেহেদী হাসান তুহিন। অন্যদের মধ্যে সবুজ সংঘের সদস্য মহাসিন, আনারুল, সাগর, জামির, মনিরুল, আছাফুর, আঃ রহমান, তাজনিন, আলম, শাওন, সানি, মেহেদী, রিপন, ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৪ হাজার টাকা ও রানার আপ দলকে ২ হাজার টাকা প্রদান করা হয়।