ক্ষমা চাইলেন সরফরাজ
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আন্দেলিকে পেলুকোয়াকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করায় কঠিন সমলোচনার মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। অবশেষে তোপের মুখে পড়ে ক্ষমা চাইলেন পাকিস্তানের এই অধিনায়ক।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন। স্ট্যাম্পের পেছনে থাকা সরফরাজ ব্যাটিংয়ে থাকা পেলুকোয়াকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে বসেন। ম্যাচটি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে হারে পাকিস্তান। ম্যাচ হারার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উছে সমলোচনার ঝড়। অনেকেই তো সরফরাজকে বহিস্কারের দাবিও জানিয়েছে।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমলোচনার মুখে পড়াতে নিজের সত্যায়িত টুইটাতে ক্ষমা চেয়ে একটি টুইট করেন পাকিস্তানের এই অধিনায়ক। টুইটে লিখেন, কাউকে বাজে উদ্দেশ্য কিংবা ইচ্ছে করে কোনো ব্যক্তির উপর এমন মন্তব্য করেননি তিনি।
‘দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যারা আমার কথা শুনে সমলোচনা করছেন কিংবা যেগুলো স্ট্যাম্প মাইকে শুনা গিয়েছে, সেই বক্তব্যর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি কাউকে উদ্দেশ্য করে বা ইচ্ছে করে আঘাত করতে চাইনি। কথা গুলো যেভাবে শোনা গিয়েছে সেভাবে বলার উদ্দেশ্য ছিল। ভবিষ্যতে এসব ব্যাপারে যথেষ্ট সচেতন থাকব।’