অনলাইনে অর্ডার দিলেন মোবাইল, হাতে পেলেন সাবান!
অনলাইন শপে মোবাইল ফোন অর্ডার দিয়েছিলেন নীরজ কুমার নামের একজন ক্রেতা। নির্দিষ্ট সময়ে ডেলিভারিও হাতে পেয়েছেন। কিন্তু বাক্স খুলেই হতবাক হয়ে যান তিনি। মোবাইলের বদলে হাতে পেলেন কাপড় কাচা সাবান!
পশ্চিমবঙ্গের বাগুইআটিতে গত ২২ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে নীরজ কুমার ডেলিভারি দিতে আসা যুবকদের খোঁজ করলেও তাদের পাওয়া যায়নি।
আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে ভুক্তভোগী নীরজ কুমার বলেন, ২০-২৩ জানুয়ারি একটি আন্তর্জাতিক অনলাইন শপ সব ধরনের পণ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দেয়। সেই ছাড় দেখেই ২০ তারিখ একটি মোবাইল ফোনের অর্ডার দিয়েছিলাম। সেখানে পুরনো ফোন দিয়ে নতুন ফোন কেনার সুযোগ ছিল। তাই স্ত্রীর একটি পুরনো ফোন বদলের শর্তে অনলাইনে পেমেন্টও করি আমি। পরের দিনই এসএমএস-এ ওই অনলাইন শপ জানায়, ২২ জানুয়ারি মোবাইল ফোন ডেলিভারি করা হবে।
সেই অনুযায়ী মঙ্গলবার দুপুরে মোবাইল ডেলিভারি দিতে আসেন দুই যুবক। তারা নীরজের স্ত্রীর মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) মিলিয়ে দেখে ডেলিভারি দিয়ে যান। নিয়ে যান তার পুরনো ফোনটিও।
এরপর ঘরে ঢুকে ডেলিভারি প্যাকেট খুলে দেখেন, হাতে পাওয়া মোবাইলের বাক্সটি তার কাঙ্খিত কোম্পানির হলেও মডেল আলাদা। বাক্স খুলেই হতবাক হয়ে যান তিনি। সেখানে মোবাইলের বদলে কাপড় কাচা সাবান!