পদ্মা সেতুর এক কিলোমিটার দৃশ্যমান হবে আজ
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আরেকটি স্প্যান বসানো হবে আজ। এর মাধ্যমে পদ্মা সেতুর একটানা ৯০০ মিটার দৃশ্যমান হবে। মাওয়া প্রান্তে অপর একটি স্প্যান দুটি পিলারের ওপর বসানো রয়েছে। ফলে সব মিলিয়ে আজ এক কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হবে পদ্মা সেতু।
বুধবার সব কিছু ঠিক ঠাক থাকলে ৩৬ ও ৩৭ নং পিলারের ওপর জাজিরা প্রান্তের ষষ্ঠ স্প্যানটি বসানো হবে।
নাব্যতা সংকটে শুষ্ক মৌসুমে স্প্যান বসানো কষ্টকর। তবে এ স্প্যানটি বসানোর জন্য বেশ কয়েকটি ড্রেজার একসঙ্গে নদীর নাব্যতা বাড়ানোর জন্য কাজ করেছে।
শক্তিশালী একটি ভাসমান ক্রেন মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে মঙ্গলবার সকালে স্প্যানটি নিয়ে জাজিরার উদ্দেশে রওনা দেয়।
এর আগে ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর ১ম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান এবং ১০ মার্চ তৃতীয় স্প্যান, ১৩ এপ্রিল ৪র্থ স্প্যান এবং ২৯ জুন ৫ম স্প্যান বসানো হয়।