জাল ভিসা থেকে বাঁচতে কিছু পরামর্শ
এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে কে না জানে! ভিসা করার সময় দালালের খপ্পরে পরে সর্বশান্ত হয়েছেন অনেকেই। ভিসা করাতে গিয়ে বিপাকে পড়তে পারেন আপনিও। জাল ভিসা নিয়ে যেন বিপাকে না পড়তে হয় তার জন্য কিছু বিষয় জানা জরুরি।
ভিসা তথ্যের জন্য ওয়েবসাইট: সব দেশের ভিসা তথ্যের জন্য ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিসা আবেদনের জন্য সব প্রয়োজনীয় তথ্য ও আবেদনের ফর্ম দেয়া আছে।
অ্যাম্বাসি: আপনি যে দেশে যেতে চান ওই দেশের অ্যাম্বাসিতে পরামর্শ নিতে পারেন। প্রত্যেক দেশের অ্যাম্বাসিতে পরামর্শ ডেস্ক রয়েছে। সেখানে গিয়ে আপনি পরামর্শ নিতে পারেন। তারা আপনাকে কখনোই ভুল তথ্য দেবেন না। এছাড়া সম্ভব হলে সরাসরি কোনো প্রতিষ্ঠান ভিজিট করুন। প্রধান কর্মকর্তার সঙ্গে কথা বলুন।
ইলেকট্রনিক ভিসা: ইলেকট্রনিক ভিসার মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন। ইলেকট্রনিক ভিসা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য প্রযোজ্য নয়।