ইসলামী শিক্ষা ছাড়া কোন মানুষ পরিপুর্ণ শিক্ষা লাভ করতে পারেনা-এমপি রবি
সাতক্ষীরা সদর -০২ আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি দারুল উলুম মাদ্রাসায় শুভাগমন উপলক্ষে মাদ্রাসা কার্যনির্বাহী পরিষদের ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাতে শহরের ০৭ নং ওয়র্ডের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দারুল উলুম মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল জলিল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মাদ্রাসা পৃথিবীতে একটা বড় ফুলের বাগান। ইসলামী শিক্ষা ছাড়া কোন মানুষ পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পারেনা। সমাজে ধর্মীয় শিক্ষা গুরুরা অনেক সম্মানের অধিকারী। জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার প্রতি এবং ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। ধর্মীয় শিক্ষার প্রসারে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, দারুল উলুম মাদ্রাসার ওস্তাদ মাওলানা আমির হাসান, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক আবু সোয়েব এবেল, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌর আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, যুবলীগ নেতা মো. ফজলু ঢালী প্রমুখ। এসময় দারুল উলুম মাদ্রাসা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার মুফতী সাইফুল্লাহ রহমানী।