এরশাদের মৃত্যু ‘গুজব’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবর নিয়ে গুজব রটেছে।
‘নিভে গেলো সন্ধ্যা তারা, জাতীয় পার্টি হলো পিতা হারা। না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রেসিডেন্ট ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।’সোমবার রাত ৪টার সময় পারভেজ চিটাগং (ফটিকছড়ির পারভেজ) নামের ফেসবুক আইডিতে এসব তথ্য তুলে ধরা হয়।
মাহমুদ হাসান আরিফ নামের আরেক আইডির পোস্টে লেখা হয়, ‘বহুল আলোচিত-সমালোচিত এক রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি। হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তবে পরে পোস্টগুলো মুছে ফেলা হয়েছে।
এ সম্পর্কে নিশ্চিত হতে ডেইলি বাংলাদেশ খোঁজ নিলে দেশে অবস্থানরত পার্টি শীর্ষ নেতারা তথ্যটি মিথ্যা-বানোয়াট ও অসথ্য বলে মন্তব্য করেন।
পরে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে সিঙ্গাপুরে যোগাযোগ করে এরশাদের ছোট ভাই হুসেইন মুহম্মদ মুর্শেদ জানান, বড় ভাই সুস্থ আছেন। আগের তুলনায় অনেক ভাল।
এছাড়া ঢাকায় বসবাস করেন এবং সংবাদ মাধ্যমে কাজ করেন এমন একজন তার ফেসবুকে এরশাদের ছবি ব্যবহার করে লিখেছেন, “সকল চাপাচাপির অবসান করে না ফেরার দেশে চলে গেলেন চাচাও”।
আবুল কালাম মজুমদার নামে পার্টির এক নেতাও তার ফেসবুকে এরশাদের মৃত্যুর তথ্য দিয়ে লিখেছেন, “আমাদের পিতা জাতীয় পার্টির চেয়ারম্যান স্যার আমাদের ছেড়ে চলে গেলেন”
এদিকে পার্টির যুগ্ম মহাসচিব, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এম ইয়াসির জানান, গত ভোর ৫টায় তিনি সিঙ্গাপুরে খোঁজ নিয়েছেন। আগের চেয়ে সুস্থ আছেন এরশাদ।
তিনি বলেন, এরশাদের মৃত্যুর গুজব ছড়াচ্ছে পরাজিত একটি শক্তি। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অপশক্তি, দলের মালিক হতে চায় এমন সুবিধাবাদীরা। লোভিরা তাদের লোক দিয়ে এসব গুজব ছড়াচ্ছে।
অন্যদিকে সকালে সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে থাকা তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদা আখতার জানান, তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। আজ সকাল থেকেই তিনি বেশ ভালো বোধ করছেন। তিনি এরশাদের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়ার সঙ্গে মঙ্গলবার সকাল ৯ টা ৩৫ মিনিটে এরশাদের কথা হয়েছে। তিনি বলেন, মিথ্যা-বানোয়াট তথ্যে কেউ বিভ্রান্ত হবেন না। এরশাদ সুস্থ আছেন। এখন বেশ স্বাভাবিক, কথাও বলছেন সহজে।