রোববার থেকে বাড়ছে সোনার দাম
আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আগামীকাল রোববার থেকে দেশের বাজারে বাড়ছে সব ধরনের সোনার দাম। এতে প্রতি গ্রাম সোনার দাম ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের ৬ আগস্ট সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন প্রতি গ্রাম সোনার দাম কমে হয়েছিল ১০০ টাকা। পাঁচ মাস আগে অর্থাৎ ৫ আগস্ট এই সোনা বিক্রি হয়েছে প্রতি গ্রাম ৪ হাজার ১৭০ টাকা। ফলে গত পাঁচ মাস যাবত ২১ ক্যারেট সোনা ৪৫ হাজার ১৯৮ টাকায় এবং ১৮ ক্যারেট সোনা ৪০ হাজার ১২৪ টাকায় বিক্রি হয়েছে।
দাম বাড়ার কারেণ এখন ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৪ হাজার ১৭০ টাকা। সে হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৪৯ হাজার ৮৪৮ টাকা। আর আজকের বাজারে প্রতি গ্রাম সোনার দাম ৪ হাজার ৭০ টাকা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪৭ হাজার ৪৭২ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে বাড়ছে ২ হাজার ৩৭৬ টাকা।
দাম বাড়া প্রসঙ্গে বাজুস সভাপতি গঙ্গা চরণ মালাকার বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার থেকে সারাদেশে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকায়। আর প্রতি ভরি ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ২৩০ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি বিক্রি হবে ২৭ হাজার ৫৮৫ টাকায়। এতে ২১ ক্যারেট রূপা বিক্রি হবে ১ হাজার ৪৯ টাকায়।