কলারোয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডিসি এসএম মোস্তফা কামাল
শনিবার সকাল ১০টায় কলারোয়ায় দ্য ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-আমেরিকান প্রবাসী দ্য ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.রফিক নূরানী, উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ মনিরা বেগম, প্রফেসর আবু নসর, অধ্যাপক এমএ ফারুক, গভার্নিং বডির সদস্য ইউনুচ আলী, ওজিয়ার রহমান, এড.কামাল রেজা, মিজানুর রহমান, আসাদুজ্জামান তুহিন, নূরানী এডুকেশন ফাউন্ডেশনের পরিবার মনোয়ারা বেগম নূরানী, ওসমান আলী, সিরাজুল ইসলাম নূরানী, মাজেদুল ইসলাম নূরানী, একরামুল ইসলাম নূরানী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন সহকারী অধ্যাপক এন্তাজ আলী, গীতা পাঠ করেন তনু রায় চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম ও সহযোগি অধ্যাপক সিরাজুল ইসলাম নূরানী। অনুষ্ঠান শেষে ৫১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১লাখ ২৭ হাজার ৫শত টাকার বৃত্তি প্রদান করা হয়। এর আগে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ডাঃ রফিকুল নূরানী লাইব্রেরি এ্যান্ড ইনফরমেশন স্টোর উদ্বোধন করা হয়।