মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
কালিগঞ্জ উপজেলা মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়। মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সেলিম হোসেন খানের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ শেখ এখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আছাদুজ্জামান আকূল, প্রশান্ত কুমার সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সুধী ও সাংবাদিকবৃন্দ। বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষকার বিতরণ করা হয়।