দেবহাটায় নৌকার পক্ষে যুবলীগের নির্বাচনী প্রচারণা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনী-কালীগঞ্জ একাংশ) আসনের আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রাথী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,টানা দুই বারের নির্বাচিত এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের পক্ষে নিয়মিত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগ । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে দেবহাটার কুলিয়া,টিকেট,সুবর্নাবাদ, পুটিমারী সহ আশপাশের এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন চিত জনসম্মুখে তুলে ধরে আবারো নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়নকে অব্যাহত রাখার আহব্বান জানিয়ে সাধারণ মানুষের সাথে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধান বর্মণ,স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অচিন্ত্য কুমার মন্ডল,সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মন্ডল,আব্দুল জলিল,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বকুল হোসেন প্রমূখ।