কালিগঞ্জে অবৈধ ভাবে বিক্রি হচ্ছে ইউরিয়া সার
কালিগঞ্জে বিষের লাইসেন্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে দোকানে অবৈধ ভাবে বেশি দামে বিক্রি হচ্ছে ইউরিয়া ও ড্যাব সার। প্রশাসনের ভূমিকা নিরব অভিযোগ স্থানীয়দের। সরকারি নিয়ম অনুযায়ী লাইসেন্স বিহীন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন সার বিক্রি করতে পারবেনা। ন্যার্য মূল্যে কৃষকের হাতে সার পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতিটি উপজেলায় ও ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ দিয়েছেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ডিলারের নিকট থেকে স্বল্প মূল্যে সার কিনে কৃষকদের নিকট অধিক দামে বিক্রি করছে। সরেজমিনে যেয়ে দেখা যায় উপজেলার মথেরেশপুর ইউনিয়নের দেয়ার মাঠের পার্শ্ববর্তী তরুণ এন্টার প্রাইজ নামে একটি দোকানে সরকারি মূল্যের চেয়ে দিগুণ মূল্যে বিক্রি করছে ইউরিয়া ও ড্যাপ সার। ডিলারের কাছে সার না পেয়ে বাধ্য হয়ে ওই এলাকার কৃষকরা অধিক টাকা দিয়ে কিনছে সার। স্থানীয় চাষি নরেন্দ্র,শফিকুল,শাহাজান সহ অনেকে জানান, মথুরেশপুর ইউনিয়নে ডিলার সার পাইকারি দরে বিক্রি করে তরুণ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তপন কুমার ঘোষের কাছে। যার ফলে ডিলারের নিকট সার কিনতে গেলে মেলেনা স্থানীয় কৃষকদের। এজন্য কৃষকদের অধিক টাকা দিয়ে বাধ্য হয়ে তরুণ এন্টার প্রাইজ থেকে কিনে নিতে হয় সার। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালেও সমাধান মেলেনি বলে জানান কৃষকরা। অবৈধ ভাবে সার বেশি দামে বিক্রির বিষয়ে জানতে চাইলে তরুণ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তপন কুমার ঘোষ জানান, তিনি স্থানীয় ডিলার মাহবুবুর রহমানের কাছ থেকে সার নিয়ে বিক্রি করেন। তার সার বিক্রি করার কোন লাইসেন্স নেই তবে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানের অনুমতি নিয়ে সার বিক্রি করছেন বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার ফজলুল হক মনি জানান, লাইসেন্স বিহীন সার বিক্রি করার কোন নিয়ম নেই। স্বল্প মূল্যে কৃষকদের হাতে সার পৌঁছে দেওয়ায় হল সরকারের মুল লক্ষ্য। এজন্য উপজেলার অনেক দোকানে লাইসেন্স বিহীন সার বিক্রি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়না। তবে কোন দোকানদার বা ডিলার যদি সরকারি নির্ধারিত মূল্য ছাড়া অধিক দামে সার বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।