কলারোয়ায় মহিলা আ’লীগের আয়োজনে বর্ধিত সভা
কলারোয়ায় মহিলা আওয়ামীলীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর সদরের পশুহাট মোড়ে মহিলা আ”লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্মা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহিলা আ’লীগ নেত্রী পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, পৌর কাউন্সিলর লুৎফুন্নেছা লুতু, ইউপি সদস্যা রহিমা বেগম কাজল,ইউপি সদস্যা নাসিমা খাতুন, ইউপি সদস্যা মনোয়ারা বেগম, ইউপি সদস্যা রহিমা খাতুন, রেহেনা বেগমসহ মহিলা নেত্রীবৃন্দ। বক্তারা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনে নৌকা’র জয়ের বিকল্প আর নেই। আর নৌকার পরাজয় মানে আমাদের পরাজয় এবং মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির পারজয়। তাই বক্তারা, নৌকা প্রতীককে জয়ী করে রক্তের বিনিমিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।