কলারোয়ায় পুলিশে অভিযানে জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মী আটক
কলারোয়ায় পুলিশে অভিযানে জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মী আটক হয়েছে। কলারোয়া থানা পুলিশ জানায়-উপজেলার কাশিয়াঙ্গা গ্রামের শহিদুল ইসলাম মোল্যা (৪৫), গদখালীর সাইফুল ইসলাম রিপন (২৮), হিজলদী গ্রামের মুজিবর রহমান মোল্লা (৩৮), ব্রজবাকসা গ্রামের সোহেল (৩০), রামভদ্রপুর গ্রামের হেলাল আনছারী (৩৬), মানিকনগর গ্রামের সাবান আলী (৪৫), দলুইপুর গ্রামের তাসলিমা (৩৭), মরজিনা খাতুন (২৮), সাবিকুন্নাহার সারমিন (২৭), হাজিরা খাতুন (৪৭) সহ অন্যন্যো মামলায় আরো দু’জনকে আটক করা হয়। আটককৃতদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
Please follow and like us: